১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

রমজানে বিএনপির তিন ইফতার কর্মসূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজানে ইফতার কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

দলের পক্ষ থেকে তিনটি ইফতার কর্মসূচি চূড়ান্ত হয়েছে।এর মধ্যে দুটি রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারও এতিম আলেমদের সঙ্গে রোজার প্রথম দিন এবং ১৯ মে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।এ দুটি প্রোগ্রাম লেডিস ক্লাবে হবে। ২০ মে কূটনীতিকদের সম্মানে গুলশান-২ ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ