১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু দ.আফ্রিকায়

দৈনিক দেশজনতা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় তামজিদ হাসান ভাসন নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামজিদের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় মাফিকিং শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।

দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলীয় বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মাফিকিং এর নিজ বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন তামজিদ। পথিমধ্যে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অন্য গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তামজিদ হাসান মাফিকিং প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ পরিষদ এর সভাপতি। দুই কন্যা সন্তানের জনক তিনি।

প্রকাশ :মে ১৬, ২০১৮ ১:৩৩ অপরাহ্ণ