১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

আইপিএল মাতানো বাটলার ইংল্যান্ডের টেস্ট দলে

স্পোর্টস ডেস্ক:      

ইংল্যান্ডের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০১৬ সালের ডিসেম্বরে। এই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলেননি। সেই জস বাটলার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন। চলমান আইপিএলে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচটি ফিফটি করেছেন বাটলার। ইংল্যান্ডের নতুন নির্বাচক এড স্মিথ মনে করেন, বাটলারকে টেস্ট দলে ফেরানোর এটিই সঠিক সময়।

স্মিথ বলেছেন, ‘জস বাটলার অসাধারণ এক প্রতিভা। এরই মধ্যে সে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কেন্দ্রীয় অংশ। নির্বাচক প্যানেল মনে করছে, তাকে টেস্ট ক্রিকেটে ফেরানোর এটিই উপযুক্ত সময়। টেস্টে এরই মধ্যে সে বেশ কিছু সাফল্য উপভোগ করেছে।’ সাত নম্বরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন বাটলার। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে আছেন জনি বেয়ারস্টো।

প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার ডমিনিক বেসও। তার সমরসেট সতীর্থ বাঁহাতি স্পিনার জ্যাক লিখের চোট তাকে সুযোগ করে দিয়েছে। বাদ পড়েছেন জেমস ভিন্স। আগামী ২৪ মে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট।

প্রথম টেস্টের ইংল্যান্ড দল :
জো রুট (অধিনায়ক), অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ডমিনিক বেস।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৬, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ