১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

বাজেট অধিবেশন ৫ জুন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ জুন মঙ্গলবার। এই ২১তম অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। বাজেট পেশ হবে ৭ জুন, পাস হবে ৩০ জুন। সংসদের একটি সূত্র মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৫ জুন অধিবেশন শুরুর ব্যাপারে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করলেই সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বুধবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশ আসতে পারে।

জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭ জুন সংসদে বাজেট পেশ করবেন। এবার প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন তিনি। এই বাজেট অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর ১ ঘণ্টা আগে সংসদে ভবনে এই বৈঠক হবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। তবে বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে।

এর আগের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলে। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৮ ৮:১৬ অপরাহ্ণ