১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

বর্ষায় সড়ক কাটার অনুমোদন দেবে না ঢাকা দক্ষিণ

নিজস্ব প্রতিবেদক:

এবারের বর্ষা মৌসুমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীতে কোনও সড়ক কাটার অনুমোদন দেবে না বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি রোজায় যানজট সহনীয় পর্যায়ে রাখতে রাস্তা সংস্কারের কাজ দু’-চারদিনের মধ্যে শেষ করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ মে) নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক  সভায় এসব সিদ্ধান্ত হয়। রোজায় যানজট সহনীয় রাখতেই বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে এ মত-বিনিময় সভা করে ডিএসসিসি।

সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা যানজটের কারণ হিসেবে রাস্তায় ইট ভাঙা, সংস্কার কাজ, টার্মিনাল না থাকা, ট্রাক-ভ্যান প্রবেশ ও পার্কিয়ের ব্যবস্থা  না থাকাসহ বিভিন্ন বিষয় তুল়ে ধরেন।

পরে মেয়র সাঈদ খোকন বলেন, ‘যানজটের কারণে নাগরিকদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ লাগবে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।’

মেয়র বলেন, ‘পুরান ঢাকাসহ যেসব স্থানে রাস্তা সংস্কারের কাজ চলছে, তা দু’-চারদিনের দিনের মধ্যেই শেষ করতে হবে। অন্তত যানবাহন চলাচল উপযোগী করতে হবে। প্রকৌশল বিভাগ তা বাস্তবায়ন করবে।’ বর্ষা মৌসুম শেষের আগে নতুন কোনও রাস্তা কাটার অনুমতি দেওয়া হবে না বলেন জানান মেয়র।

মেয়র খোকন বলেন, ‘মার্কেটের আশেপাশে যেন কোনও পার্কিং না হয়, স্ব স্ব মার্কেট কমিটি সেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে তা নিশ্চিত করবেন। বায়তুল মোকাররমের সামনের খালি জায়গায় পার্কিং করতে হবে।’ মেট্রোরেলসহ নির্মাণাধীন বিভিন্ন জাতীয় প্রকল্পের কাজগুলোও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে করার তাগিদ দেন তিনি।

মেয়র বলেন, ‘ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ও সবার সচেতনতার মাধ্যমেই যানজট সহনীয় করা সম্ভব। এটা কারও একার কাজ নয়।’ তাই সবার সমন্বিত প্রয়াস কামনা করেন তিনি।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল ও স্থপতি মোবাশ্বের হোসেনসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৫, ২০১৮ ৫:১৩ অপরাহ্ণ