১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালে রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিকি বলেন, ‘‘রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি।’’ অবরোধের বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘‘এই সংকট সমাধানে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণে বাধ্য কারার মতো হাতিয়ার আমাদের আছে এবং আমাদের অবশ্যই এটা প্রয়োগ করতে হবে।’’
উল্লেখ্য, রাখাইনের প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মে ১৫, ২০১৮ ১২:৩৯ অপরাহ্ণ