নিজস্ব প্রতিবেদক:
আবার বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার যমজ ছেলের জন্ম হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।
রেলমন্ত্রী জানিয়েছেন, মা ও দুই নবজাতক সুস্থ আছে। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা হবে। ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমারজীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে তাদের মেয়ের জন্ম হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

