১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে আ.লীগের লোকজন: মেয়রপ্রার্থী মঞ্জু

খুলনা প্রতিনিধি:

বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।
মঞ্জু বলেন, ৪০টি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে নৌকার লোকজন।

অনেক কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। আওয়ামী লীগের লোকজন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে। তিনি বলেন,  এ বিষয়ে আমি অভিযোগ করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১৫, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ