১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

যাত্রাবাড়ী বিএনপির বিক্ষোভ কর্মসূচী পালিত

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে বি.এন.পি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ বি.এন.পি ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে যাত্রাবাড়ী থানা বি.এন,পির উদ্যোগে সকাল ১১ টায় পশ্চিম যাত্রাবাড়ী পঞ্চায়েত কমিটি বাজার থেকে আলহাজ্ব মিজানুর রহমান ভান্ডারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দয়াগঞ্জ মোড়ের ইবনে সিনা ডায়গনষ্টিক সেন্টারে যাওয়ার আগেই পুলিশী আক্রমনের স্বীকার হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

কর্মসূচীতে আরো অংশগ্রহণ করেন আলহাজ্ব আনোয়ার সরদার, মোঃ ইসহাক তালুকদার, সাঈদ আহমেদ শাহীন, জাকির হোসেন জিতু, আলী আহমেদ সবুজ, যুবনেতা মজিবর রহমান মধু, মাসুম মোল্লা, ছাত্রনেতা রফিকুল ইসলাম মৃধা, শান্ত ইসলাম জুম্মন, জাসাস নেতা সাগর দেওয়ান ফারহান, সবুজ খান, মুরাদ হোসেন, শ্রমিক নেতা হুমায়ুন আহমেদ, মোঃ আসলাম, বি.এন পি নেতা সাইফুল ইসলাম বাবু, আমির হোসেন ভূঁইয়া, মোঃ মনির, হিরাসহ অনেক নেতাকর্মী।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৪, ২০১৮ ৭:০৫ অপরাহ্ণ