১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

বিকেলে ইসি কার্যালয়ে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য নিম্চিত করেছেন।

শায়রুল কবীর খান বলেন, রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধিদলটি।প্রতিনিধিদলে নেতৃত্ব দিবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, খুলনা সিটি নির্বাচন কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানির বিষয়ে প্রধান নির্বিাচন কমিশনকে অবহিত করতেই ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল।

এর আগে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পুলিশের অতি উৎসাহী ভূমিকা এবং নির্বাচন কমিশনের নির্লিপ্ততা ভোট ডাকাতির নির্বাচনের আয়োজনকে ত্বরান্বিত করেছে। ওরা ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সরকারের ভোট ডাকাতির নির্বাচনের আয়োজনে সবকিছুই ভেস্তে যেতে বসেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ