২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪১

গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনের হুমকি অহেতুক: কাদের

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই পরিস্কার বলেছেন। কোটায় কী ধরণের পরিবর্তন আসতে পারে তা নিয়েও ফয়সালা করে দিয়েছেন। শুধু তাই নয়, কোটা বিষয়ে পূর্ণ গেজেট প্রকাশের কাজ চলছে। কাজেই গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনের হুমকি অহেতুক।’ রোববার সচিবালয়ে সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোটা বিষয়ে যৌক্তিক কী সমাধান হয় তা করতে সরকার সচেষ্ট। এ বিষয়ে কোনো গড়িমসি করা হয়নি। আমি আন্দোলনকারী শিক্ষার্থীদের কোটা নিয়ে রাস্তায় না থেকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি।’ ‘প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে হবে। তিনি যেটা বলেন সেটা করেন। কোটার যৌক্তিক সমাধান হবে,’ যোগ করেন সেতুমন্ত্রী।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :মে ১৩, ২০১৮ ১:৫৫ অপরাহ্ণ