১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

পিএসজিতেই থাকছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক:
গেল সপ্তাহেরই খবর, নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার সব কিছু নাকি চূড়ান্ত হয়ে গেছে। শুধু ঘোষণাটা বাকি। সেটাও চলে আসবে বিশ্বকাপের আগেই। এই গুঞ্জনের মধ্যে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি শনিবার সাফ জানিয়ে দিয়েছেন, রিয়ালে যাচ্ছেন না নেইমার। ‘২০০০ পার্সেন্ট’ নিশ্চয়তা দিয়ে তিনি বলেছেন, আগামী মৌসুমও নেইমার পিএসজির হয়েই খেলবেন।

রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমারকে কেনার পরও স্বস্তিতে নেই পিএসজি। গেল আগস্টে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশনকে দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। কিন্তু নেইমারকে দলে নিতে তখন থেকেই উঠেপড়ে লেগে যায় রিয়াল মাদ্রিদ। এরমধ্যে মার্চে ইনজুরিতে পড়ে মাঠে বাইরে চলে যেতে হয় নেইমারকে। তবে অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে গেল সপ্তাহেই প্যারিসে ফিরেছেন তিনি। রোববার পিএসজির অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

শনিবার ফরাসি গণমাধ্যম নেইমারের পিএসজি ছাড়া গুঞ্জনের বিষয়টি জানতে চায় আল খেলাইফির কাছে। সেখানেই খেলাইফি বলেছেন, ‘কে বলেছে নেইমার পিএসজিতে থাকছে না? কেউ কি বলেছে? কেউই বলেনি। আমাদের সাথে নেইমারের চুক্তি আছে—২০০০ পার্সেন্ট নিশ্চিত, সে আগামী মৌসুম এখানে থাকছে। আমি নিশ্চিত, নেইমার এখানে থাকতে চায়।’

সেইসাথে বিষয়টি নিয়ে নিজের বিরক্তি গোপন রাখতে পারেননি ৪৪ বছর বয়সী খেলাইফি। তিনি ফরাসি গণমাধ্যমের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘স্প্যানিশ সংবাদ মাধ্যম স্প্যানিশ ক্লাবের জন্য করছে। আপনারা (ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম) কার জন্য—এটাই বড় প্রশ্ন?’

এদিকে নিজের টুইটারে নেইমার পিএসজির ১৮-১৯ মৌসুমের হোম জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন। যেটি তার ট্রান্সফার বিতর্ককে আরো উস্কে দিয়েছে। ছবির নিচে তিনি লিখেছেন, ‘নতুন জার্সি পরে এবং আপনাদের নিয়মিত আনন্দ দিতে আমি খুবই গর্বিত।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ১:১১ অপরাহ্ণ