১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

আইরিশ বোলারদের দাপটে কোণঠাসা পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:      

অবশেষে ক্রিকেটের ১১তম অভিজাত দল হিসেবে আত্মপ্রকাশ করল আয়ারল্যান্ড। ডাবলিনের মালাহাইডে, দ্য ভিলেজ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে দলটির। ঐতিহাসিক এ ম্যাচের প্রথম দিন অবশ্য বৃষ্টির বাধায় পণ্ড হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন শনিবার যথাসময়েই মাঠে গড়ায় ম্যাচ। এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান।

শুরুর দিন ভালোই দাপট দেখিয়েছেন আইরিশ বোলাররা। ১৫৯ রানেই সফরকারীদের ৬টি উইকেট তুলে নিয়েছে তারা। ১৩ রানের মাথায়ই প্রথম দুইটি উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৪ রানে বয়েড র্যা নকিনের শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার আজহার আলি। আর অন্য ওপেনার ইমাম-উল-হক ৭ রান করে টিম মুরটাগের এলবিডব্লুর শিকার হন। দলীয় ৭১ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৩১ রানে স্টুয়ার্ট থম্পসনের বলে আউট হয়ে সাজঘরে ফেরত যান হারিস সোহেইল।

পাকিস্তানের হয়ে ৬২ রান করেন আসাদ শফিক। তিনি আউট হন র্যা নকিনের বলে। এরপর ব্যক্তিগত ১৪ রান করে বাবর আজম ও ২০ রান করে অধিনায়ক সরফরাজ আহমেদ আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটি গড়ে সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন শাদাব খান ও ফাহিম আশরাফ। শাদাব ৫২ ও ফাহিম ৬০ রানে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন র্যা নকিন, মুরটাগ ও থম্পসন।

সংক্ষিপ্ত স্কোর : দ্বিতীয় দিন শেষে

পাকিস্তান (প্রথম ইনিংস) : ২৬৮/৬ (৭৬ ওভার) : (আজহার ৪, ইমাম ৭, হারিস ৩১, আসাদ ৬২, বাবর ১৪, সরফরাজ ২০, শাদাব ৫২*, ফাহিম ৬১*; র্যা নকিন ২/৫৮, মুরটাগ ২/৩৩, থম্পসন ২/৫১)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৩, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ