২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

আগামীকাল থেকে চার দিনের আসবাব মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল  থেকে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হছে চার দিনের আসবাব মেলা। এই মেলার আয়োজক বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র এক্সপো (বিএফআইডি)। মেলায় দেশের বিভিন্ন আসবাব পণ্য নির্মাতা ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান অংশ নেবে।  ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত। এতে প্রবেশের টিকিট কাটতে হবে না।

গতকাল শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে  এই মেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়।

সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্রান্ড ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘গন্তব্য বাংলাদেশ’ এই থিম নিয়ে এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার এবং হোম ফার্নিশিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য বলেন, ‘এখন প্রযুক্তির ব্যবহার, দক্ষ শিল্প-শ্রমিকের প্রাপ্যতা আর বর্তমান সরকারের নেতৃত্বে  ফার্নিচার আর ইন্টেরিয়র ডেকোর সেক্টরকে করে তুলেছে গ্লোবাল ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারারদের জন্য এক দারুণ গন্তব্য হিসেবে’।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১০:০৫ অপরাহ্ণ