নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরে কালকিনি থানার যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক (৪৮) ও তার সহযোগী হারেছ সরদারকে(৩৪) চার বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ডিবি পুলিশের এসআই শরীফ রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করেন।
উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, সরদার নিজামুল হক দীর্ঘদিন ধরে এ অপকাণ্ডের সাথে জড়িত। আমি জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদককে বিষয়টি জানিয়েছি। শীঘ্র তাকে বহিষ্কার করা হতে পারে।
মাদারীপুর ডিবি পুলিশের এসআই শরীফ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি সুকদেব রায় বলেন, অভিযুক্তদের মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

