জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। নেই আইনের শাসন। আওয়ামী লীগ দলীয় শাসন কায়েম করে জাতীয় সংসদকে একনায়কতান্ত্রিক সংসদে পরিণত করেছে। সরকার দলীয় লোকজন ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। কালো টাকায় ছেয়ে গেছে দেশ। কালো টাকা চারদিক থেকে ঘিরে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিআরডিবি মিলনায়তনে জাসদ উল্লাপাড়া শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
রব বলেন, বর্তমান ক্ষমতাসীন দলে মুক্তিযুদ্ধবিরোধী প্রচুর লোক রয়েছে। অথচ জাসদ শতভাগ মুক্তিযোদ্ধার দল। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে রাজাকারের বাচ্চা বলেন সরকারদলীয় মন্ত্রীরা। অথচ আওয়ামী লীগের পক্ষে গেলে সেই সব ব্যক্তিরাই মুক্তিযোদ্ধার সন্তান বনে যান।
তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থনে লোকজন নেই। দেশের গ্রামাঞ্চলে জরিপ করলে দেখা যাবে শতকরা ৯০ ভাগ লোক আওয়ামী লীগের বিরুদ্ধে।
আ স ম রব বলেন, আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে এবং সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের নিশ্চিত ভরাডুবি হবে।
এ সময় তিনি জনগণের শাসন কায়েমের লক্ষ্যে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার দাবি জানান। সেই সঙ্গে সরকারের আগামী বাজেটে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক বাজেট ঘোষণার আহ্বান জানান।
দৈনিক দেশজনতা/এন এইচ