১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে : মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক ও ভেড়ামারা মহিলা কলেজের দ্বিতল ভবনের নামকরণ অনুষ্ঠানে তিনি এই সকল কথা জানান।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল।

এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে উপহার দিয়েছেন। তাদের এবং তাদের সন্তানদের সরকার মূল্যায়ন করতে চায়। মুক্তিযোদ্ধাদের সন্তানরা দেশের সম্মানজনক পদে যাতে চাকরি পায়, সে বিষয়টি নিয়ে ভাবছে সরকার।

আলোচনায় অংশ নেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, রফিকুল ইসলাম চুনু, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, সোলেইমান চিশতি প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ