১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

ভোলায় আলোচিত ল্যাংটা চোর শেখ ফরিদ আটক

ভোলা প্রতিনিধি :

ভোলায় শেফ ফরিদ (৩০) নামে আলোচিত এক ল্যাংটা চোরকে আটক করেছে ভোলা থানা পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে চুরির প্রস্তুতিকালে শহরের উকিলপাড়া মসজিদের কাছ থেকে তাকে আটক করা হয়। শেখ ফরিদের কাছ থেকে গ্রিলকাটার কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক শেখ ফরিদে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চদুরচর গ্রামের মালেক ব্যাপারীর পুত্র।
ভোলা সদর থানার এসআই মাইনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ল্যাংটা চোর চুরির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পাই। ওই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অর্ধউলঙ্গাবস্থায় শেখ ফরিদ নামের ওই চোরকে আটক করি। শেখ ফরিদ এর আগেও একটি চুরির মামলায় হাজত বাস করে জামিনে বের হয়েছে। সে পেশাদার চোর এবং একাধিক মামলার আসামী। বেশ কয়েকটি চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আটককৃত শেখ ফরিদ। এদিকে ল্যাংটা চোর আটকের ঘটনায় পুলিশকে সাধুবাদ জানিয়েছে ভোলার সাাধারন জনগণ। পাশাপাশি পুলিশের টহল আরো জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ৮:১৪ অপরাহ্ণ