১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

ছাত্রলীগকে সমঝোতায় নেতা নির্বাচন করার নির্দেশ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সমঝোতার মধ্য দিয়ে নেতা নির্বাচনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক্ষেত্রে নেতাদের ছাড় দেয়ার মনোভাব নিয়ে আলাপ-আলোচনা করার পরামর্শ দেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী।

শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলন উদ্বোধনের পর ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির নেতারা বক্তব্য রাখেন।

ছাত্রলীগের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তোমরা নিজেরা বসে সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব নিয়ে আস। মনে রেখ, সেক্রিফাইস করাটা শিখতে হবে। সেক্রিফাইস না করলে অর্জন করা যায় না। অর্জন তখনই করতে পারবা, যখন কিছু দিতে পারবা। কাজেই তোমরা সমঝোতার মাধ্যমে কর সেটাই আমরা চাই।

এ সময় ছাত্রলীগকে নেতৃত্ব নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘তোমরা এমন নেতৃত্ব খুঁজবে, যারা তোমাদের সঠিক নেতৃত্ব দিয়ে তোমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে আগামী দিনে যেন তোমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পার।

সবশেষে বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি ছাত্রলীগের ইতিহাস, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে বঙ্গবন্ধুর গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ও ত্যাগের বর্ণনার পাশাপাশি তার সরকারের অর্জনের বিষয়টি তুলে ধরেন।
 দীর্ঘ বক্তব্যের শেষে শেখ হাসিনা বলেন, আগামীকাল (শনিবার) সেন্ট্রাল কমিটি বসবে। সেখানে কারা নেতৃত্ব চায়, ইতিমধ্যে দরখাস্ত পাঠিয়েছে। আমি চাই, সমঝোতার মাধ্যমে তোমাদের নেতৃত্ব নিয়ে আস।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ১১, ২০১৮ ৮:১৭ অপরাহ্ণ