দৈনিক দেশজনতা ডেস্ক:
রোমে প্রতি বছরের ন্যায় এবারও কিশোরগঞ্জ জেলা সমিতির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ভৈরব পরিষদ, সম্মিলিত ভৈরব পরিষদ, জগন্নাথপুর, লক্ষীপুর, তাতারকান্দী সামাজিক সংগঠন, লাওরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় বর্ষবরণ ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।
রোমের মনতানিওয়ালা পার্কে আয়োজিত এই বৈশাখী মেলায় বিপুল সংখক নারী-পুরুষ সমবেত হন। বিদেশিদের মাঝে তুলে ধরা হয় বাঙালির কৃষ্টি-সংস্কৃতি। পুরুষরা পাঞ্জাবি পরে আর মাথায় গামছা বেঁধে নারীরা শতভাগ বাঙালি সাজে সেজেছিল। মেলায় আগতদের আপ্যায়ন করা হয়েছে পান-সুপারি দিয়ে।
কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জি আর মানিক ও আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, হাজী বাহার মিয়া, বাকের সওদাগর, আব্দুল হোসাইন কেনু মিয়া, রাহাত মিয়া, জাকির হোসাইন, রাসেল রানা, নাদিম মিয়া সবুর, শাহীন মিয়াসহ আরও অনেকে। মেলায় রোমের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ