১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বেড়িবাঁধের বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই আরো জানান, বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে গাজীপুর থেকে আসা কোনাবাড়ী পরিবহনের একটি বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই যাত্রী ও সাত-আট বছর বয়সী এক শিশু নিহত হয়।

অন্যদিকে, আহতদের মধ্যে দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই সিরাজুল।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১১, ২০১৮ ৬:১১ অপরাহ্ণ