২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:২৫

সা‌বেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই

অনলাইন ডেস্ক:

কু‌ড়িগ্রাম-৩ (উ‌লিপুর) আস‌নের সংসদ সদস্য, সা‌বেক মন্ত্রী ও জাতীয় পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য এ‌কেএম মাঈদুল ইসলাম ই‌ন্তেকাল ক‌রে‌ছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্প‌তিবার  দিবাগত রাত ১১টা ৪০ মি‌নি‌টে ইউনাই‌টেড হাসপাতা‌লে তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন।

‌তি‌নি অসুস্থ হ‌য়ে গত ১৭ এপ্রিল থে‌কে ইউনাই‌টেড হাসপাতা‌লের নি‌বির পর্য‌বেক্ষণ কেন্দ্রে (আই‌সিইউ) চি‌কিৎসাধীন ছি‌লেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার ভাই স‌ফিকুল ইসলাম দারা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ২:০০ অপরাহ্ণ