১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১৫

অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কাল

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। জানা গেছে, প্রতি বছরই বাজেট পরবর্তী ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে থাকেন অর্থমন্ত্রী।

এ ছাড়া দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)  শুক্রবার বেলা ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ৯:০৪ অপরাহ্ণ