১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

এ বাজেট লুটপাটের বাজেট: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগের বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘এ বাজেট, লুটপাটের বাজেট। এই বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট।’ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া বলেন, ‘এটি সরকারের লোকদের পকেট ভারী করতে এই বাজেট। এই বাজেট অর্থমন্ত্রী তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথামতো তৈরি করা হয়েছে ।’

বেগম খালেদা জিয়া বলেন’ ‘বাজেটের কী দরকার? প্রত্যেক বারই তো বাজেট করা হয়, সে বাজেট শেষ হয়।’ তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা। সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারকে বিদায় নিতে হবে।’

নিম্ন আদালত পুরো সরকারের নিয়ন্ত্রণে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  বলেন, ‘বিচারপতিরা বিচার করতে গিয়ে যদি কোনও ন্যায় বিচার করতে চান, তাহলে তাদের হয় চাকরিচ্যুত করা করা হয়, না হয় বিদেশে চলে যেতে হয়, না হয় বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে।’

আলোচনায়সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ