১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৩

সাতক্ষীরা প্রতিবেদক:

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর ও জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আমের আলী সরদারের ছেলে সাইদুল্লাহ (১৩), শ্যামনগর উপজেরার কাশিমাড়ীর ঘোলা গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে আশরাফ হোসেন (২৮) ও একই ইউনিয়নের গাঙআটি গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে আমিনুর রহমান (১৬)।

এদিকে শ্যামনগরের গাঙআটি গ্রামে বজ্রপাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন আব্দুর রহিম মোল্লার ছেলে মিজানুর রহমান (১৫) ও গোলাম বারী শেখের ছেলে আকতারুল ইসলাম (১৭)।

স্থানীয়রা জানান, কুচপুকুর গ্রামের শিশু সাইদুল্লাহ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি সরাচ্ছিলো। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে নিহত আশরাফ হোসেন দুপুরে মৎস্য ঘেরে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি মারা যান।

অপরদিকে দুপুরে নিহত আমিনুর রহমান বাড়ির পাশের মসজিদে নামাজ শেষে বারান্দায় বসে ছিলেন। এমন সময় পাশের গাছে বজ্রপাত হলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা মিজানুর রহমান ও আকতারুল ইসলাম গুরুতর আহত হন। তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১০, ২০১৮ ৮:২৯ অপরাহ্ণ