নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমাদের সব সিদ্ধান্ত হয় মতামতের ভিত্তিতে। অনেকের ভুল ধারণা রয়েছে যে, সব কিছু করেন প্রধান বিচারপতি। আমি একা কোনো সিদ্ধান্ত নিই না। সব কিছু করি ম্যাজরিটির মাধ্যমে।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও দুই মেয়র প্রার্থীর করা আবেদন শুনানির শেষ পর্যায়ে তিনি এই মন্তব্য করেন।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘সবকিছু হয় নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে। প্রত্যেক জাজের সমান ক্ষমতা। এখানে আমার ব্রাদার জাজদের যে ক্ষমতা প্রধান বিচারপতিরও সমান ক্ষমতা। এখন আমরা উঠলাম আমরা অর্ডার দেবো।’
উঠে যাওয়ার প্রায় ২০ মিনিট পর বিচারকরা আবার এজলাসে ফিরে আদেশ দেন। হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতেই হবে বলে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নির্বাচন স্থগিতের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও দুই মেয়র প্রার্থীর করা তিন আবেদনকারী আইনজীবীদের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদালতে নির্বাচন কমিশেনের পক্ষে শুনানি করেছেন মো. ওবায়দুর রহমান (মোস্তফা)। হাসান উদ্দিন সরকারের পক্ষে শুনানি করেন মওদূদ আহমদ, জয়নুল আবেদীন, জাহাঙ্গীরের পক্ষে এ এম আমিন উদ্দিন এবং রিটকারী সুরুজের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
এর আগে গত ৬ মে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ সীমানা সংক্রান্ত জটিলতার কারণে তিন মাসের জন্য স্থগিত করেন।
দৈনিক দেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

