১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক:

চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডের এ সিরিজ হওয়ার কথা থাকলে ও আর্থিকভাবে লাভের মুখ দেখবে না- কারণ জানিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া।

এর পরিবর্তে ২০১৯ সালে হোমগ্রাউন্ডে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। ইতোমধ্যে বিসিবিকে এ প্রস্তাব দিয়েছে সিএ। আপাতত নাকি এ নিয়েই এখন দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি হচ্ছে।

বাংলাদেশ গেলে খেলা হতো উত্তর অস্ট্রেলিয়ায়। ঐতিহাসিকভাবেই আগস্ট-সেপ্টেম্বরে সেখানে টেস্টে দর্শক পাওয়া যায় কম। ফুটবল মৌসুমের মাঝে সিরিজটি সম্প্রচারে আগ্রহী নন টিভি সম্প্রচারকরাও। তাই তা বাতিল করেছে সিএ। এতে নাকি সম্মতি আছে বিসিবিরও।

তবে সফরকারীদের একেবারে বঞ্চিত করতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই আগামী বছর টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে তারা। এটি ত্রিদেশীয় টুর্নামেন্টও হতে পারে।

অবশ্য এর নেপথ্যে লুকিয়ে আছে ক্যাঙ্গারুদের স্বীয় স্বার্থ। ২০২০ সালে তাদের মাটিতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবে সেই সিরিজটি খেলতে চায় তারা। কারণ দেখিয়ে বলা হয়েছে, এখানে খেললে বিশ্ব আসরের আগে অস্ট্রেলীয় কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন লাল-সবুজ জার্সিধারীরা।

প্রসঙ্গত,২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ। সেটিই প্রথম ও শেষ সফর।সর্বশেষ ২০১৫ সালে প্রস্তাবিত বাংলাদেশ সফর নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। সেই সফরটি হয় গত বছর আগস্টে। ঢাকার প্রথম টেস্টটা অস্ট্রেলিয়া হেরে যায় ২০ রানে। চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে জয় পায় তারাই।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ১০, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ