১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সোয়া ১০টা থেকে ফেরী চলাচল বন্ধ ছিলো। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঝড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১০, ২০১৮ ২:১৬ অপরাহ্ণ