২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

কেনিয়ায় ভারী বর্ষণ: বাঁধ ভেঙে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ায় ভারী বর্ষণে একটি বাঁধ ভেঙে অন্তত ১০ জন নিহত এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশটির রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর পশ্চিমে নাকুরু প্রদেশের সুবুকিয়া অঞ্চলের পাতেল ড্যাম ভেঙে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

নাকুরু প্রদেশের গভর্নর লি কিয়াঞ্জুই জানান, বাঁধ ভেঙে যাওয়ায় বহু হতাহত হয়েছেন এবং অনেক সম্পদের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। কেনিয়ার রেডক্রস জানিয়েছে যে তারা ৩৯ জন ব্যক্তিকে উদ্ধার করেছে। স্থানীয়রা কেনিয়ার ডেইলি নেশন পত্রিকাকে জানিয়েছে, বৃষ্টির পানির চাপে বিকট শব্দ করে ভেঙ্গে যায় পাতেল বাঁধ। এসময় শতাধিক ঘর বাড়ি প্লাবিত হয়েছে।

পুলিশের স্থানীয় প্রধান জাফেথ কিয়োকো জানিয়েছেন, ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১০, ২০১৮ ২:০০ অপরাহ্ণ