নিজস্ব প্রতিবেদক:
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, অতিরিক্ত দাম নেয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে রাজধানীর ধানমন্ডি এলাকার ১২ রেস্টুরেন্টসহ ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো সিল্ক রেস্টুরেন্ট, লা পিজাবিয়া, সি মাইনর, ট্রেস্টি ব্লাস্টি, ক্যাফে ইউফোরিয়া, পার্কেন্ড স্মমার্ক, বিয়ে বাড়ি, ইউমিয়ন, ট্রেন ক্যাফে, গ্যামব্লাস, কাচালাংকা হোটেল, সুচি রেস্টুরেন্ট। এছাড়া এআরএ সেন্টারের খাজানা, ডিসেন্ট কালেকশন ও ব্লজ স্টোর। বুধবার রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর ও ঝিগাতলা এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, আসছে রমজানে যেন প্রতিষ্ঠানগুলো সংশোধন হয় সেজন্য তাদের সতর্ক করা হয়েছে। এছাড়া ভেজাল পণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়সহ ভোক্তার অধিকার ক্ষুণ্ন হলেই আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। আর্থিক জরিমানাসহ প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

