১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

তিন মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

তিন মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর হাতে তাদের তুলে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের আগে এই সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কিমের সঙ্গে বৈঠকের পর তিন মার্কিন বন্দিকে মুক্তি দেওয়া হয়। তারা শীর্ষ মার্কিন কূটনীতিকের বিমানে করে পিয়ংইয়ং থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে অ্যান্ড্রিউস বিমান ঘাঁটিতে আজ বৃহস্পতিবার স্বাগত জানাতে পারেন। দ্বিতীয় টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি এটা জানাতে পেরে গর্ববোধ করছি যে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও তিন বন্দিকে নিয়ে দেশে ফিরছেন। তাদের সবার স্বাস্থ্যই ভাল আছে।
মুক্ত তিন মার্কিনী হলেন টমি কিম, কিম হাক সং এবং কিম ডং চুল। তারা দক্ষিণ কোরিয়া বংশোদ্ভূত মার্কিন নাগরিক। মুক্তদের পরিবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে। বন্দিদের মুক্তির আগে পম্পিও এবং কিমের মধ্যে ৯০ মিনিটের বৈঠক হয়। দক্ষিণ কোরিয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং তাদের ছয়জন নাগরিককেও মুক্তি দেওয়ার আহবান জানিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মে ১০, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ