নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দর সূত্রে জানা গেছে।
জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী একটি লঞ্চ এবং চাঁদপুর থেকে ছেড়ে আসা অপর একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

