১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

কলকাতাকে গুঁড়িয়ে দিয়ে চারে মুম্বাই

স্পোর্টস ডেস্ক:      

বুধবার চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ২০০ ছাড়ানো দলীয় সংগ্রহ দাড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে তাদের দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮.১ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এটি দলটির সর্বনিম্ন স্কোর। আর মুম্বাইয়ের ১০২ রানের জয়টি তাদের আইপিএল ইতিহাসে রানের ব্যবধানে দ্বিতীয় সবচেয়ে বড় জয়।

রান তাড়া করতে গিয়ে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় কলকাতা। উইকেট পতনের ধারা অব্যাহত রেখে ৬৭ রানে ৫ উইকেট হারায় দলটি। মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪১ রানে শেষ ৫ উইকেট হারায় দলটি। দলীয় সর্বোচ্চ ২১ রান করেন ক্রিস লিন ও নিতিশ রানা। পান্ডিয়া ব্রাদার্স- হার্দিক ও ক্রুনাল ২টি করে উইকেট পান।

এর আগে ইশান কিষানের ঝড়ো ফিফটির বদৌলতে রানের পাহাড়ে চড়ে মুম্বাই। ইশান ১৭ বলে ফিফটি পূর্ণ করেন যা যৌথভাবে মুম্বাইয়ের হয়ে দ্রুততম। তিনি ২১ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৬২ রান করে উইকেট হারান। শেষে বেন কাটিংয়ের ৯ বলে ২৪ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করে মুম্বাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন কলকাতার পিযুষ চাওলা। ম্যাচ সেরার পুরস্কার পান ইশান।

এই জয়ে এবারের টুর্নামেন্টে প্রথম বারের মত শীর্ষ চারে চলে এসেছে মুম্বাই। ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট তার। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১০, ২০১৮ ১০:৪৮ পূর্বাহ্ণ