আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় দামেস্কতে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় ইরানের আট নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছে বলে গতকাল বুধবার দাবি করেছে ব্রিটেন ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি জানায়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই হামলা চালানো হয়। সংস্থাটি আরো জানায়, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালায় ইসরাইল।-রয়টার্স।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

