১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৩

রাঙামাটিতে ৬ খুন: ১১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির নানিয়ারচরে ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় খুনের ঘটনায় ১১৮ জনের নাম উল্লেখ করে থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। রাঙামাটির নানিয়ারচর থানায় এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারীরা হলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার দেহরক্ষী রূপম চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পক্ষ থেকে অর্চিন চাকমা। রূপম চাকমা জেএসএস(এমএনলারমা)-এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন। ১১৮ জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দায়ের করা হয়। ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর  পক্ষ থেকে ৭২ জন এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) পক্ষ থেকে ৪৬ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের অন্যতম সদস্য লিটন চাকমা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমার দলের পক্ষ থেকে অর্চিন চাকমা বাদী হয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর নেতা প্রসীত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার নাম উল্লেখ করে ৭২ জনের নামে অভিযোগ দায়ের করেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সহ-সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, আহত রূপম চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় অভিযোগ দায়ের করেন।

রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির আরটিভি বলেন, থানায় একটি অভিযোগ দিয়ে গেছে। এখনো নথিভুক্ত হয়নি।

গত ৩ মে  বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। শক্তিমান চাকমার শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ-গণতান্ত্রিক) গ্রুপের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ আরও ৫ জন নিহত হন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৭:২২ অপরাহ্ণ