১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ভারত-পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক:

ভারত ও পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আফগানিস্তান ও তাজিকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে খবরে প্রকাশ করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-কাজাখস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বত। মার্কিন ভূতত্ববিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূ কম্পনের মাত্রা ছিল ৬.৪ পয়েন্ট।

ভূমিকম্পে ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি কেঁপে উঠে। পাশাপাশি এ কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তান, পাকিস্তানের কয়েকটি শহরেও। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হঠাৎ এই ভূকম্পনে ব্যাপক আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মাঝে। অফিস কিংবা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। এমনকি নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন অনেকে। তবে আফগানিস্তান, পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ভাঙন ধরেছে বলে জানা গেছে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার বিকেলে পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে।দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, ভূমিকম্পে তারা এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পায়নি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৭:১৬ অপরাহ্ণ