১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

কোটা বাতিলে প্রজ্ঞাপনের দাবিতে জাবি, রাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালান করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘প্রজ্ঞাপন নিয়ে তালবাহানা ছাত্রসমাজ মানবে না’, ‘মাদার অব এডুকেশন, রিমোভ দ্য ডিসক্রিমিনেশন’ এসব লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছি। এরই পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে গত ৯ এপ্রিল আমাদের প্রতিনিধি দলের বৈঠকে এই মাসের ৭ মে পর্যন্ত সময় চায় সরকার। গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর আমরা আন্দোলন স্থগিত করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করি। প্রধানমন্ত্রীর ঘোষণার ২৮ দিন পার হয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।’

বক্তারা আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি তিনি যেন অতিদ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করেন। সরকারের কিছু আমলা প্রধানমন্ত্রীকে আন্দোলনের বিষয়ে নেতিবাচক ব্যাখ্যা দিয়ে ও ভুল বুঝিয়ে যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

আন্দোলন নিয়ে কোনো তালবাহানা চললে কঠোর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন- সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ, যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম, নাহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল হালিম, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সালাউদ্দীন সায়েম প্রমুখ।

জাবিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বুধবার (০৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির জাবি শাখার আহ্বায়ক শাকিল বলেন, ‘কোটা বাতিলের গেজেট নিয়ে টালবাহানা চলছে। আমরা ৭ মে পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে কোনো গেজেট প্রকাশ হয়নি। তাই আমরা ছাত্র সমাজ দ্রুত সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি করছি।

তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে না। ততদিন আমাদের আন্দোলন চলবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৬:১৪ অপরাহ্ণ