১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

ঢাবি ছাত্রের মৃত্যুতে ভিসি ও প্রক্টরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের কাছে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান খান এবং প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে দোয়ার আয়োজন করেছে উর্দু বিভাগ।

৯ মার্চ, বুধবার দুপুরে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত ওই শিক্ষার্থীর নাম ওমর ফারুক তৌফিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘উর্দু বিভাগের এক ছাত্র মারা গেছে শুনেছি। ছেলেটির দুর্ভাগ্য, সে আমগাছ থেকে পড়ে মারা গেছে ৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা করছি ৷ ইতোমধ্যে তার পরিবার এসেছে ৷ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। সে আম পাড়তে গিয়ে পড়ে যায় এবং আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু তার ইনজুরিটা অনেক সিরিয়াস ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশের গাছে আম পাড়ার জন্য উঠলে গাছ থেকে পড়ে যায় তৌফিক। ওই সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৬:০৭ অপরাহ্ণ