১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

আরব আমিরাতে ইত্তেফাক টাইপিং সেন্টার উদ্বোধন

দৈনিক দেশজনতা ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন আজমানের জাহরা এলাকায় আল ইত্তেফাক টাইপিং সেন্টার গত সোমবার (৭ মে) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কোষাধ্যক্ষ আব্দুল করিম ও নারী উদ্যোক্তা গুলশান আরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত রাজনীতিবীদ এডভোকেট ফয়জুল বশিল চৌধুরী সুজন, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ হাজী আব্দুল হামিদ, সহ কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রকৌশলী শেখ ওয়াহেদ রাব্বি, বচন মিয়া তালুকদার, শেহাবুল আম্বিয়া, সংহতি সাহিত্য পরিষদের সাবেক সভাপতি শিক্ষিকা মোস্তাকা মৌলা, সহ সভাপতি সাইদা দিবা, সংবাদ পাঠিকা ও নৃত্যশিল্পী তিশা সেন সহ আরও অনেকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ