১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৩

অবৈধভাবে পাহাড়কাটায় ব্যবসায়ীকে ৯ লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি:

অবৈধভাবে পাহাড়কাটার অপরাধে চা বাগানের মালিক বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সিলেটে বিমানবন্দর সড়কসংলগ্ন মালনিছড়া চা বাগানে অবৈধভাবে পাহাড়কাটার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

মঙ্গলবার পরিবেশ অধিদফতর এ জরিমানা করে। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, মালনিছড়া চা বাগানে টিলা কাটার প্রমাণ পাওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা ঢাকা অফিসকে অবহিত করি। সেখানেই শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে।

সিলেটের তারাপুর চা বাগান দখল করার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় রাগীব আলী ও তার ছেলে কারাভোগও করেছেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ৮:৫২ অপরাহ্ণ