২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ভারতের অধিনায়ক রাহানে

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা ৮ মে চারটি সিরিজের দল ঘোষণার জন্য আলোচনায় বসেছেন। এর মধ্যে আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দেশটি। আফগানিস্তানের ঐতিহাসিক টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অাজিঙ্কা রাহানে।

তাছাড়া ইংল্যান্ডে ‘এ’ দলের সফর, ‘এ’ দলের ত্রিদেশীয় ম্যাচ এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে-টি২০ ম্যাচের জন্য দল ঘোষণার ব্যাপারে আলাপ হওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকদের। আফগান-ভারত টেস্টের জন্য করুন নায়ার, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর ভারতীয় দলে জায়গা ফিরেছেন।

এছাড়া দিনেশ কার্তিককে ‘এ’ দলের বিদেশ সফরের জন্য ঘোষিত দলের অধিনায়ক করা হতে পারে। আফগানদের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে ভারতের দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া বিশ্রামে থাকছেন ভুবনেশ্বর কুমার, পার্থিব প্যাটেল, জসপ্রিত ভুমরা, রোহিত শর্মা ও দিনেশ কার্তিক।

বিরাট কোহলির জায়গায় ভারত দলে তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের  ডাক পাওয়ার কথা থাকলেও দলে নেই তিনি। আগামী ১৪ জুন মাঠে গড়াবে টেস্টটি।

 ভারতে দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), শেখর ধাওয়ান, মুরালি বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রাভেন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শারদুল ঠাকুর।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৮, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ