১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

‘মিস’ থেকে ‘মিসেস’ হলেন সোনম!

বিনোদন ডেস্ক:

‘মিস’ থেকে ‘মিসেস’ হলেন সোনম! বহু দিন আগে থকেই তাঁর বিয়ে ঘিরে সাজো সাজো রব চলছিলই। এবার সম্পন্ন হল সেই বহু প্রতিক্ষিত বিয়ে। এদিন সকাল থেকে চরম ব্যস্ত ছিলেন কনের বাবা অনিল কাপুর সহ কাপুর পরিবারের সমস্ত সদস্যারা। মুম্বইয়ের বান্দ্রার এক বাংলোতে সম্পন্ন হয় সোনমের বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন আহুজা পরিবারের সদস্যরাও।

৩২ বছর বয়সী এ অভিনেত্রীর পরনে অনুরাধা ভাকিলের ডিজাইন করা লাল-সোনালি রঙা লেহেঙ্গা, খোঁপায় গাজরা, হাতে চূড়া (চুড়ি), গলায় হার ও মাথায় ঝাপটা দেখা গেছে।

বোন রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোনমের বিয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন- বোনের ভালোবাসা চিরকালই প্রকৃত ভালোবাসা। বোনের বিয়ে হয়ে গেল। আজ থেকে ও সোনম কাপুর আহুজা।

সোনমের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি তারকারা। তাদের মধ্যে দেখা গেছে- সাইফ আলি খান-কারিনা কাপুর খান দম্পতি, সোনমের চাচা বনি কাপুর, চাচাতো বোন জানভি কাপুর, খুশি কাপুর, অভিনেত্রী রানী মুখার্জি, কারিশমা কাপুর, সারা ভাস্কর, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিনেতা অর্জুন কাপুর, অভিষেক বচ্চন ও তার বোন শ্বেতা নন্দা বচ্চনকে।

একই দিন রাত ৮টায় হবে সোনম-আনন্দের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। মুম্বাইয়ের পাঁচতারকা লীলা হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন পরিবার ও বলিউড তারকারা।

সোমবার মুম্বাইয়ের বান্দ্রার সানটেক অ্যাপার্টমেন্টের বাঙ্কিট হলে অনুষ্ঠিত হয়েছে সোনম কাপুরের মেহেদি ও সংগীত অনুষ্ঠান। যেখানে নাচে-গানে অতিথিদের মাতিয়ে তুলেছিলেন বলিউড তারকারা। সূত্র : এনডিটিভি

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ৪:৫৬ অপরাহ্ণ