১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

ইসরাইলে জুতায় করে খাবার পরিবেশন জাপানের প্রধানমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক:

গত সপ্তাহে ইসরায়েল সফরে যান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২ মে শিনজো আবে ও তাঁর স্ত্রীর জন্য ভোজের আয়োজন করা হয়।  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ওই আয়োজন করা হয়।  ইসরায়েলের সেলিব্রিটি শেফ সেগেভ মোশে খাবার পরিবেশন করেন।  খাবারের শেষ পর্বে চকচকে চামড়ার জুতায় চকোলেট পরিবেশন করেন তিনি।
এ ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারা হতভম্ব হয়ে যান।  এক ইসরায়েলি কর্মকর্তা একে একটি অসংবেদনশীল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।
তিনি বলেন, জাপানি সংস্কৃতিতে জুতাকে খুবই নীচু স্থানে রাখা হয়।  কেবল ঘরেই নয় আপনি তাঁদের অফিসেও জুতা খুঁজে পাবেন না।  এটি অত্যন্ত অসম্মানজনক।
উল্লেখ্য, জুতার বিষয়ে জাপান খুবই খুঁতখুঁতে।  সে দেশে জুতা ঘরে রাখা হয় না।  জাপানি সংস্কৃতিতে জুতার জায়গা বাড়ির বাইরে।  জাপানে ডাইনিং রুমে জুতা রাখা শিষ্টাচার বর্হিভূত বিষয়।

এ বিষয়ে জাপানের এক কূটনীতিকের মন্তব্য, বিশ্বের কোনো দেশেই এমন সংস্কৃতি নেই যেখানে আপনি খাবার টেবিলে জুতা রাখবেন।  শেফ যদি সেটা মজার জন্যও করে থাকেন তব্ওু আমরা মনে করিনা এটা মজার বিষয়।  এ ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ আমরা।
এদিকে, রবিবার ইনস্টাগ্রামে শেফ সেগেভ গর্বিতভাবে জুতোয় ভরা মিষ্টির একটি ছবি পোস্ট করেছেন।
সূত্র: দ্য বিজনেস ইনসাইডার

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ২:৩৮ অপরাহ্ণ