১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

কুমিল্লায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই এলাকার নাছির উদ্দিন, ভোলার ফুলপাইজা এলাকার আলাউদ্দিন মিয়া ও ফিরোজপুরের মটবাড়িয়া এলাকার বাবু।

পুলিশ জানায়, সকালে মহাসড়কের কালাকচুয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় চালকের সিটের নিচ থেকে পাওয়া দুটি ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের চালক নাছির উদ্দিন, হেলপার আলাউদ্দিন মিয়া ও বাবুকে আটক করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ