১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

রুয়ান্ডায় অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধস: নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক:

রোববার রুয়ান্ডায় এক ভূমিধসে কমপক্ষে ১৮ জন মানুষ মারা গেছে এবং এ বছরে অতিবৃষ্টিপাত ও ভূমিধসে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২০০ তে এসে দাঁড়িয়েছে। বিবিসি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ফিলিপ হাবিনসুতি রয়টার্সকে জানান, অন্য বছরগুলোর তুলনায় এ বছরের চারমাসে চরম খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খুবই ভয়াবহ অবস্থা। হাজারও পাহাড়ের দেশ হিসেবে পরিচিত দেশটি আফ্রিকার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ।  মন্ত্রী জানান, রবিবার পশ্চিমাঞ্চলে অতিবৃষ্টিপাতে পাহাড়ধসে ১৫ জন মারা যায়। এ ছাড়া রাজধানী কিগালিতে তিনজন মারা যায় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

গত সপ্তাহে দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের বসতি ছেড়ে নিরাপদস্থলে চলে যাওয়ার সতর্কতা জারি করে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ফ্র্যান্সিস ক্যাবোনেকা জানান, যারা এলাকা ছাড়তে রাজি নয় তাদেরকে জোরপূর্বক নিরাপদ স্থলে সরিয়ে নেয়া হবে।

উল্লেখ্য, আফ্রিকার এ অঞ্চলে অতিবৃষ্টিপাতে সৃষ্টি বন্যা ও পাহাড় ধসে কেনিয়া, সোমালিয়া ও উগান্ডায়ও ব্যাপক হতাহত হয়।

প্রকাশ :মে ৮, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ