২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১০

ইতালিতে সরকার গঠনে আলোচনা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালিতে জোট সরকার গঠনে দলগুলোর মধ্যে সকল আলোচনা ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটিতে এখন নতুন নির্বাচন দিতে হবে অথবা আগামী ডিসেম্বর পর্যন্ত কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করবে। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা সোমবার জানান, তৃতীয় দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই দুটি পথই খোলা আছে।

গত মার্চে ইতালিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কোনো একক দল কিংবা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতালির সবচেয়ে প্রভাবশালী দুটি দল হলো ফাইভ স্টার ও দ্য লিগ। তারা আগামী জুলাইয়ে নতুন নির্বাচনের পক্ষে মত দিয়েছে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট মাতারেল্লার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। জোট গঠনের জন্য শেষ দফা আলোচনায়ও সোমবার ইতালির সবচেয়ে বড় একক দল বর্তমান সরকারবিরোধী ফাইভ স্টার ডানপন্থি মৈত্রী ফোর্জা ইতালিয়া কিংবা একক দল দ্য লিগ কিংবা কেন্দ্রীয় বামপন্থি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জোট গঠন করতে ব্যর্থ হয়।

গত ৪ মার্চের নির্বাচনের পর জোট সরকার গঠনে এর আগেও দুই দফা আলোচনা ব্যর্থ হয়। বিভিন্ন দলের নীতিগত অবস্থান পরিবর্তন না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

 

প্রকাশ :মে ৮, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ