নিজস্ব প্রতিবেদক:
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে বিএনপি নেতা তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল ১০টা থেকে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক আকতার হামিদ ভূঁইয়া।
এর আগে ২৪ এপ্রিল তারিখে পাঠানো এক চিঠিতে তাকে আজ মঙ্গলবার সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। দুদকের ডাকে সাড়া দিয়ে ৯টা ৩৬ মিনিটে কার্যালয়ে হাজির হন। এ ব্যাপারে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, তাবিথ আউয়ালকে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও ম্যানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি