১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

রাবির অধ্যাপক রেজাউল হত্যা মামলার রায় আজ

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার দুপুরে রায় ঘোষণা করবেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত সোমবার থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বুধবার যুক্তিতর্ক শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য আগামী ৮ মে ধার্য করেন। এ মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে আদালত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে । ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। এ হত্যাকালের সঙ্গে জীবিত এবং মৃত আসামিদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। রায়ে জীবিত আসামিদের সবার সর্বোচ্চ শাস্তি আশা করছেন বিশেষ পিপি।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :মে ৮, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ