২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

কুষ্টিয়ায় এসিড নিক্ষেপের দায়ে ৪ জনের সাজা

কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ায় সোনিয়া নামের এক কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন কুষ্টিয়ার আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজনকে ১৪ বছর এবং অন্য তিন আসামিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা হলন- রাজিব, রতন, বাবু ও আলামিন।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর গ্রামে রাতে ঘুমন্ত কলেজ ছাত্রী সোনিয়ার ওপর এসিড ছুঁড়ে মারে দুষ্কৃতকারীরা। ওই সময় সে ঝাউদিয়া মহা বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সোনিয়ার পরিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করা হয়। এসিড দমন আইনে দায়েরকৃত মামলায় দীর্ঘ বিচারকাজ শেষে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুষ্টিয়া জজকোর্টের সরকারি কৌশুলি অনুপ কুমার নন্দী।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৭, ২০১৮ ৬:৫৮ অপরাহ্ণ