সিরাজগঞ্জ প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরও ৩ অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছে।
সোমবার (৭ মে) দুপুর ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত আবু তালেবের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও একই গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আছির উদ্দিন (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সলঙ্গা থেকে যাত্রীবোঝাই অটোরিকশাটি রামারচর এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ ২ জন নিহত হন। এতে আহত হন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্ধ করা হয়।
দৈনিক দেশজনতা/ এন আর